ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন একজন ফিলিস্তিনি বন্দুকধারী দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। নিহত দুই ব্যক্তি বাবা ও ছেলে। ফিলিস্তিনিদের গ্রাম হুয়ারাতে একটি কার ওয়াশে গাড়ি ধোয়ার সময় গুলিতে তারা নিহত হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ২৯ বছর বয়সী ছেলেকে গুলি করা হয়েছে। নিহতরা হলেন-সাইলাস (সাই) নাইজারকার ও তার ছেলে আভিয়াদ নির।
সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে ইসরায়েলের সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। সড়কে গাড়ি থামিয়েও তল্লাশি চালানো হচ্ছে।
প্রায় ১৫ মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সংঘাতের তীব্রতা বেড়ে গেছে। সন্ত্রাস দমনের নামে ইসরায়েলের সেনাবাহিনীর একের পর এক অভিযান এবং ফিলিস্তিনিদের সড়কে হামলা চালানোর ঘটনা সেখানে সংঘাতকে উসকানি দিচ্ছে।
প্যারামেডিক চিকিৎসকরা জানিয়েছেন, কার ওয়াশের মধ্যে ওই দু’জনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
অ্যাম্বুলেন্স পরিষেবার এক মুখপাত্র জানিয়েছেন, দু’জনেই অচেতন ছিলেন এবং তাদের শরীরে গুলির ক্ষত ছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র আভিচে আদ্রাই দুই ইসরায়েলি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এই গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত সব হত্যাকারীদের সঙ্গে যেমনটি করেছে সর্বশেষ হত্যাকারীকে গ্রেপ্তার করতে এবং তার সঙ্গে হিসাব-নিকাশ করতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। তারপর থেকে দেশটি সেখানে একের পর এক বসতি নির্মাণ করে যাচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ এই বসতি নির্মাণকে অবৈধ বলে বিবেচনা করলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। তাদের থামাতে আন্তর্জাতিক মহল থেকেও যথাযথ চাপ প্রয়োগ দেখা যাচ্ছে না।