×

আন্তর্জাতিক

মালির হাতে যুক্তরাষ্ট্রের অতি সংবেদনশীল নথি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৮:০১ পিএম

মালির হাতে যুক্তরাষ্ট্রের অতি সংবেদনশীল নথি

মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

   

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি ডোমেইনে লাখ লাখ মার্কিন সামরিক ই-মেইল পাঠানো হয়েছে। এসব ই-মেইলে মার্কিন বাহিনীর ‘অতি সংবেদনশীল’ নানা তথ্য ছিল। জানা গেছে, টাইপ করতে গিয়ে ছোট একটি ভুলের কারণে এই ই-মেইলগুলি সঠিক প্রাপকের পরিবর্তে মালির ডোমেইনে চলে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব রাজনীতিতে পশ্চিম আফ্রিকার দেশ মালি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে পাঠানো এসব ই-মেইলে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও কূটনৈতিক নথি, ভ্রমণের নথি ও ট্যাক্স রিটার্নও ছিল।

এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ডোমেইনের নামে একটি অক্ষরের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ‘এমআইএল’ ডোমেইন ব্যবহার করে। কিন্তু ই-মেইল ভুলে পাঠানো হয় ‘এমএল’ ডোমেইনে। অর্থাৎ, ডোমেইনের ঠিকানা টাইপ করতে গিয়ে একটি ‘আই’ অক্ষরটি লেখা হয়নি এবং ‘এমএল’ ডোমেইন মালি থেকে ব্যবহার করা হয়।

এসব ই-মেইল পাঠিয়েছেন; গোয়েন্দা সংস্থার সদস্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্য, সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ট্রাভেল এজেন্ট, ব্যক্তিগত ঠিকাদার ও অন্যরা। পাঠানো এক ই-মেইলে চলতি বছরের শুরুর দিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাককনভিলের ইন্দোনেশিয়া সফরের সময়সূচীও তুলে ধরা হয়।

নেদারল্যান্ডসের ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জুরবিয়ার এই ভুলটি সর্বপ্রথম লক্ষ্য করেন। তিনি মালির ডোমেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত। সংবাদমাধ্যমকে জোহানেস বলেন, কয়েক দশক ধরে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তা বন্ধ হয়নি।

গত জানুয়ারি থেকেই ভুল করে পাঠানো এসব ই-মেইল সংগ্রহ করতে শুরু করেন জোহানেস। তিনি জানান, এ পর্যন্ত তিনি মোট ১ লাখ ১৭ হাজার ই-মেইল সংগ্রহ করেছেন। এমনকি গত বুধবার (১২ জুলাই) একদিনে তিনি প্রায় এক হাজার ই-মেইল সংগ্রহ করেন। তিনি এ ব্যাপারে মালি সরকার ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও অবহিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গোরম্যান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় কে এ ঘটনা সম্পর্কে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার টিম আরও জানান, মালির ডোমেইনে ভুল করে পাঠানো ইমেইলগুলি ইতিমধ্যে ব্লক করা হয়েছে। সেই সঙ্গে প্রেরকদের সতর্ক করে বলা হয়েছে, ই-মেইল পাঠানোর আগে অবশ্যই প্রাপকের ঠিকানা সঠিকভাবে যাচাই করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App