×

আন্তর্জাতিক

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন থাই প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন থাই প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা

   
সামরিক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের ৯ বছর পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা মঙ্গলবার রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি শুধু সাময়িকভাবে দায়িত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রায়ুতের সামরিক সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি ১৪ মে নির্বাচনে পরাজিত হওয়ার পর তার এ ঘোষণা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। নির্বাচনে পার্লামেন্টের ৫০০ আসনের মধ্যে মাত্র ৩৬টি জিতেছিল তার দল। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন। সাবেক সেনাপ্রধান ও একজন কট্টর রাজকীয় প্রায়ুত ২০১৯ সালে নির্বাচন না হওয়া পর্যন্ত জান্তার নেতৃত্ব দিয়েছিলেন এবং সংসদে আরো চার বছর প্রধানমন্ত্রী থাকার জন্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরোধীরা জোর দিয়ে বলেছিলেন, ফলাফলটি পূর্বনির্ধারিত ছিল। তবে ৬৯ বছর বয়সী প্রায়ুত তা অস্বীকার করে মঙ্গলবার বলেন, তিনি ‘অনেক সাফল্য অর্জন করেছেন’। প্রায়ুত এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রিয় জনগণের স্বার্থে জাতি, ধর্ম, রাজতন্ত্র রক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছি। এর ফল বর্তমানে জনগণ ভোগ করছে।’ বিদায়ি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি স্থিতিশীলতা ও শান্তির জন্য দেশকে সব ক্ষেত্রে শক্তিশালী করার চেষ্টা করেছি এবং দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেক বাধা অতিক্রম করেছি।’ প্রায়ুতের অভ্যুত্থানের পর থেকে ৯ বছরে তিনি আদালতের মামলা, ঘরের আস্থা ভোট এবং রাস্তায় বিরোধীদের প্রতিবাদের মাধ্যমে একাধিক চ্যালেঞ্জ থেকে বেঁচে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App