
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০২:৪৬ এএম
আরো পড়ুন
ব্রাজিলে ভবন ধসে শিশু সহ নিহত ১৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম

ব্রাজিলের রেসিফে শহরে বহুতল ভবন ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুটি শিশুও ছিল।
তাৎক্ষণিকভাবে এর কারণ জানা না গেলেও তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং জাঙ্গা এলাকায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় গভর্নর বলেছেন, আরও বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। লোকেদের নিরাপদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার।
রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা যায়, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে। দমকল কর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ব্রাজিলের রেসিফে শহরে বহুতল ভবন ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুটি শিশুও ছিল।
তাৎক্ষণিকভাবে এর কারণ জানা না গেলেও তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং জাঙ্গা এলাকায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় গভর্নর বলেছেন, আরও বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। লোকেদের নিরাপদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার।
রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা যায়, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে। দমকল কর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।