ভারতের ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৪:২২ পিএম

ছবি: সংগৃহীত
বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় সোমবার বেলাইন হল মালগাড়ি। বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি।
করমণ্ডল দুর্ঘটনার ক্ষত শুকোতে না শুকোতেই ওড়িশায় আবার ট্রেন দুর্ঘটনা। বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় সোমবার (৫ জুন) বেলাইন হল মালগাড়ি। বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে বেলাইন হল মালগাড়ি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। রেল সূত্রে খবর, ওই লাইনেই বেলাইন হয়েছে মালগাড়িটি। ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রবিবার ওড়িশা সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭৫।