ভারত সাগরে চীনের নৌকা ডুবে ৩৯ ক্রু নিখোঁজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত
ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৯ জন নিখোঁজ। এদের মধ্যে চীনের ১৭ জন ক্রু, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের পাঁচজন নাগরিক রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল। ইতোমধ্যে সহায়তায় দুটি জাহাজ ঘটনাস্থলে যোগ দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং আরো কয়েকটি দেশের জাহাজও যুক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ নাবিকদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের শ্যানডং প্রদেশ ভিত্তিক পালাই জিংগ্লু ফিশারি কোম্পানির গভীর সমুদ্রে মাছ ধরার এ নৌকাটির নাম লুপাং ইউআনইউ ০২৮।