
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:১৭ পিএম
আরো পড়ুন
১৬ মে সিউলের রাজপ্রাসাদে ফ্যাশন শো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৩, ০১:২৫ পিএম

ছবি: সংগৃহীত
চলতি মাসে ‘ফ্যাশন শো’ আয়োজন করতে যাচ্ছে গুচি। ভেন্যু সিউলের কেন্দ্রে অবস্থিত গিয়ংবক প্রাসাদের প্রধান হল। ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ডটি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৬ মে অনুষ্ঠেয় এ প্রাসাদের প্রধান হলের সামনে গুচির ২০২৪ ক্রুজ কালেকশন প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ এজেন্সির বরাতে জানা গেছে, জোসেন রাজবংশের সময় (১৩৯২-১৯১০) রাজকীয় বড় অনুষ্ঠানের আয়োজন এবং বিদেশী দূতদের থাকার জন্য গিয়নজিয়ংজিয়ং ব্যবহার করা হতো।
গুচির সিইও মার্কো বিজারি এক বিবৃতিতে বলেন, ‘গিয়ংবক প্রাসাদে ফ্যাশন শো আয়োজনের সিদ্ধান্ত নেয়ার কারণ হলো প্রাসাদটি অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দেয়।’
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
চলতি মাসে ‘ফ্যাশন শো’ আয়োজন করতে যাচ্ছে গুচি। ভেন্যু সিউলের কেন্দ্রে অবস্থিত গিয়ংবক প্রাসাদের প্রধান হল। ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ডটি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৬ মে অনুষ্ঠেয় এ প্রাসাদের প্রধান হলের সামনে গুচির ২০২৪ ক্রুজ কালেকশন প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ এজেন্সির বরাতে জানা গেছে, জোসেন রাজবংশের সময় (১৩৯২-১৯১০) রাজকীয় বড় অনুষ্ঠানের আয়োজন এবং বিদেশী দূতদের থাকার জন্য গিয়নজিয়ংজিয়ং ব্যবহার করা হতো।
গুচির সিইও মার্কো বিজারি এক বিবৃতিতে বলেন, ‘গিয়ংবক প্রাসাদে ফ্যাশন শো আয়োজনের সিদ্ধান্ত নেয়ার কারণ হলো প্রাসাদটি অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দেয়।’