বিয়ের আনন্দে গুলি ছুড়ে ফাঁসলেন নববধূ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে বিয়ের আসরে বসে ফাঁকা গুলি ছুড়ে ফেঁসে গেছেন এক নববধূ। ভারতীয় আইনে শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।
ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদ্যাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসঙ্গে দুটিই হতে পারে। খবর বিবিসির
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই নারী ফাঁকা গুলি ছুড়ছেন।
স্থানীয় পুলিশ বলছে, ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে নারী পালিয়ে বেড়াচ্ছেন।
গত সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে বিয়ের আসরের এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। এতে দেখা যায়, বিয়ের আসরে দুজন দুজনের পিঠে ঠেকে দাঁড়িয়ে স্পার্কল গান থেকে গুলি ছোড়ার সময় স্ফুলিঙ্গ কনের মুখে এসে লাগে। এতে তার মুখ ঝলসে যায়।