বুলেটপ্রুফ বালতি পরে আদালতে ইমরান খান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:০৬ এএম

ছবি: সংগৃহীত
এবার কালো রঙের বুলেটপ্রুফ বালতি পরে আদালতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা ইমরান খান।
বুধবার (৫ এপ্রিল) নিরাপত্তা বিবেচনায় এভাবে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি। খবর ট্রিবিউন, এনডিটিভি, আলজাজিরার।
হেলমেটটি দেখতে বালতির মতো। পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। এরই মধ্যে বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।
অপরজন লিখেছেন, এই দৃশ্য সত্য হতে পারে না।
গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে।
এছাড়া, ইমরানের বিরুদ্ধে আরও তিন মামলা চলছে এই আদালতে। সবটিতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।
লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন ইমরান খান। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেন, তার ডান পায়ের আঘাত এখনো ঠিক হয়নি। পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।