
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:২৩ পিএম
আরো পড়ুন
প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বে ভুগছেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে ভুগছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে অল্প খরচে উন্নত সেবার সুযোগ নিশ্চিত করতে হবে। খবর-আল জাজিরার।
এতে আরও বলা হয়, বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে ভুগছেন। অঞ্চলভেদে এই হার কিছুটা কমবেশি। উচ্চ আয়ের দেশগুলোয় বন্ধ্যাত্বের এই হার ১৭ দশমিক ৮ শতাংশ। আর নিম্ন আয়ের দেশে তা ১৬ দশমিক ৫ শতাংশ।
যথাসময়ে চিকিৎসা পেলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে ভুগছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে অল্প খরচে উন্নত সেবার সুযোগ নিশ্চিত করতে হবে। খবর-আল জাজিরার।
এতে আরও বলা হয়, বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে ভুগছেন। অঞ্চলভেদে এই হার কিছুটা কমবেশি। উচ্চ আয়ের দেশগুলোয় বন্ধ্যাত্বের এই হার ১৭ দশমিক ৮ শতাংশ। আর নিম্ন আয়ের দেশে তা ১৬ দশমিক ৫ শতাংশ।
যথাসময়ে চিকিৎসা পেলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।