×

আন্তর্জাতিক

প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:০১ পিএম

প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

ছবি: সংগৃহীত

   

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের কয়েকটি দেশ রবিবার স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এই তালিকায় আরও কিছু দেশ যুক্ত হতে পারে। আর সেটা হলে আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার এমনই সতর্কতা দিয়েছেন।

ওপেক প্লাসের কয়েকটি দেশের তেলের উৎপাদন কমানোর ঘোষণায় এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। তাছাড়া কোনো কোনো অপরিশোধিত তেলের ব্যারেল ৮৪ ডলার ছাড়িয়ে গেছে।

রবিবার যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমান। আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে এসব দেশ।

ওপেক প্লাস এর আগে গত নভেম্বর মাস থেকে ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়ে দেয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রুশ তেলের সর্বোচ্চ দাম ব্যারেল প্রতি ৬০ ডলার বেঁধে দিলে তেলের উৎপাদন কমিয়ে দেয় মস্কো। এসব মিলিয়ে আগামী মে মাস নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ করা হবে।

ওপেক প্লাস ঘোষণা করেছে, ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এতে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

তবে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই ওপেক প্লাস এই সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আরও বেশ কিছু দেশ স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App