কসাইখানায় পরিণত হয়েছে বাখমুত: মার্কিন সেনাপ্রধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম

ছবি: সংগৃহীত
বাখমুতে এই মুহুর্তে ওয়াগনার গ্রুপের প্রায় ৬ হাজার সেনা লড়াই করছে। তারপরও ইউক্রেনের সঙ্গে পেরে উঠছে না রাশিয়ার সেনারা। এমন দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান মার্ক মিলে। খবর সিএনএনের।
তিনি বলেন, রাশিয়ার পক্ষে বাখমুতে প্রায় ৬ হাজার ওয়াগনার সেনা যুদ্ধ করছে। আরও প্রায় ২০-৩০ হাজার সেনাকে নতুনভাবে নিয়োগের প্রক্রিয়া চলমান। যার মধ্যে অনেকেই নিয়োগ পাচ্ছে রাশিয়ার কারাগার থেকে। এর পরও ইউক্রেন বাহিনী তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
মার্ক মিলে আরও বলেন, বাখমুতে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা। কসাইখানায় পরিণত হয়েছে গোটা বাখমুত। এগিয়ে আছে ইউক্রেন বাহিনী। তিনি বলেন, গত তিন সপ্তাহে বাখমুতে এগোতে পারেনি রুশ বাহিনী।
এদিকে বুধবার ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এক অডিও বার্তায় বলেন, ইউক্রেন বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে রুশ সেনারা। তবে এই অঞ্চলে তীব্র লড়াই চলছে।
এ সময় রাশিয়ার মিত্রদের ব্যাপারেও মন্তব্য করেন মার্কিন সেনাপ্রধান। তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে, যা উদ্বেগজনক।