আফগানের বালখ প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৩:২৭ পিএম

ফাইল ছবি
আফগানিস্তানের বালখ প্রদেশে ভয়াবহ বোমা হামলা হয়েছে। শনিবার (১১ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। আইএসের হামলায় এক প্রাদেশিক গভর্নর নিহতের একদিন পর এ হামলার ঘটনা ঘটলো।
প্রদেশটির পুলিশের মুখপাত্র মো. আসিফ ওয়াজিরি বলেন, এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি। খবর আরব নিউজের।মো. ফারদিন নওরোজি নামে এক সাংবাদিক জানান, বোমা হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তবে বিস্তাবিত কোনো তথ্য দিতে পারেননি।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল বৃহস্পতিবার তার কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।