
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১২:২৭ এএম
আরো পড়ুন
তুরস্কে আবারো ভূ-কম্পন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ এএম
শক্তিশালী ভূ-কম্পনের রেশ না কাটতেই তুরস্কে আবারো ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত আটটা চার মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূ-কম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি এ তথ্য নিশ্চিত করেছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা ভূমিকম্প অনুভব করেছেন।
ঘটনাস্থল থেকে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, সোমবার রাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এই ভূমিকম্পে আগের ভূমিকম্পে তৈরি হওয়া ধ্বংসস্তূপের ওপর ধুলার আস্তর তৈরি করেছে। তাছাড়া ভূমিকম্পে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে দেখা গেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শক্তিশালী ভূ-কম্পনের রেশ না কাটতেই তুরস্কে আবারো ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত আটটা চার মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূ-কম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি এ তথ্য নিশ্চিত করেছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা ভূমিকম্প অনুভব করেছেন।
ঘটনাস্থল থেকে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, সোমবার রাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এই ভূমিকম্পে আগের ভূমিকম্পে তৈরি হওয়া ধ্বংসস্তূপের ওপর ধুলার আস্তর তৈরি করেছে। তাছাড়া ভূমিকম্পে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে দেখা গেছে।