ইসরাইলি বাহিনীর গুলি, ৫ ফিলিস্তিনি নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯ এএম

ছবি: আনাদোলু
অধিকৃত পশ্চিমতীরে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আটক হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের জেরিকোর গভর্নর জিহাদ আবু আল-আসাল এ তথ্য নিশ্চিত করেন। খবর ইয়েনি শাফাকের।
জেরিকোর গভর্নর বলেন, জেরিকো শহরের কাছে আকবাত জাবর শরণার্থী শিবিরে তাদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, শরণার্থী শিবিরে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তারা আরও জানান, অনুপ্রবেশের সময় শরণার্থী শিবির থেকে ইসরাইলি বাহিনী অন্তত তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে।
এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের হত্যার ভয়াবহ পরিণতি ইসরাইলি দখলদারিত্বে পরিণত হবে।