
প্রিন্ট: ০৭ মে ২০২৫, ১১:৪৬ এএম
আরো পড়ুন
৫০০ ছাত্রী দেখেই অজ্ঞান একমাত্র ছাত্র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত
ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে ৫০০ ছাত্রীর মধ্যে একা ছাত্র হিসেবে পরীক্ষা দিতে গিয়ে জ্ঞান হারিয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলেটির প্রবেশপত্রে তার জেন্ডারের জায়াগায় মহিলা উল্লেখ ছিল।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
৫০০ ছাত্রী দেখেই অজ্ঞান একমাত্র ছাত্র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত
ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে ৫০০ ছাত্রীর মধ্যে একা ছাত্র হিসেবে পরীক্ষা দিতে গিয়ে জ্ঞান হারিয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলেটির প্রবেশপত্রে তার জেন্ডারের জায়াগায় মহিলা উল্লেখ ছিল।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।