পাকিস্তানে ফিরতে এবার সবুজ পাসপোর্ট পেলেন নওয়াজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:৩৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
দেশত্যাগের নিষেধাজ্ঞা নাম প্রত্যাহার করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সবুজ পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ছোট ভাই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল) নেতা শাহবাজ শরিফের সরকারের কারণে এসব সম্ভব হয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নতুন পাসপোর্টের মেয়াদ ১০ বছর। পাসপোর্টটি জরুরি ভিত্তিতে ইস্যু করা হয়েছে। পাকিস্তানের অভিবাসন ও পাসপোর্ট দপ্তরে এখন দেশটিতে তিন মেয়াদে ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রীর পাসপোর্ট ‘সক্রিয়’ দেখাচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে কূটনৈতিক (লাল) পাসপোর্টের অধিকারী ছিলেন নওয়াজ শরিফ। তবে বিগত এক বছর ধরে তা নবায়ন নিয়ে জটিলতায় পড়েন তিনি। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওয়াজ শরিফ যে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন, সেটিই এখন তাকে দেয়া হয়েছে।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের ৫ বছর মেয়াদে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে যান।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালের অক্টোবরে চিকিৎসার কারণে ৮ সপ্তাহের জামিন পান। এক মাস পর ৪ সপ্তাহের জন্য তাকে বিদেশ যেতে দেয়ার অনুমতি দেয়া হয়। তবে সেসব অমান্য করে এখনও লন্ডনে অবস্থান করছেন তিনি।