বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১০:১১ এএম

শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করা হয়েছে

অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। ফাইল ছবি
শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। শুক্রবার কারফিউ প্রত্যাহারের পর এ ঘোষণা করেন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের অবাধে গ্রেপ্তার করার ক্ষমতা পেয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। খবর এনডিটিভি, বিবিসির।
শ্রীলঙ্কার কলম্বোতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে বিক্ষোভকারীরা সহিংসতা শুরু করলে কারফিউ জারি করা হয়। কারফিউ চলাকালে নারীসহ ৪৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
[caption id="attachment_342952" align="aligncenter" width="700"]
এরপর শুক্রবার ভোরে এ কারফিউ প্রত্যাহার করা হয়। অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি ১৩ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সরকারি ঘোষণায় দেশটির জনসাধারণ বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
পড়ুন : প্রেসিডেন্টের বাসভবনে হামলাচেষ্টা, কলম্বোতে কারফিউ ঘোষণা পড়ুন : কলম্বোতে কারফিউ প্রত্যাহার, নারীসহ আটক ৪৫