ইমরান সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুঁশিয়ারি পিডিএমের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১১:৪৬ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যেকোনোভাবে ক্ষমতা থেকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে জাতীয় পরিষদের ১৬১ জন সদস্যের সমর্থন আসার পর তারা এ প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর অধিবেশন ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। গত এর আগে শুক্রবার অনাস্থা প্রস্তাবের কথা থাকলেও তা গতকাল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়। সোমবার জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ।
সোমবার অনাস্থা ভোটে ১৬১ জন সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের পক্ষে ভোট দেন। দেশটির জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী এ ধরনের প্রস্তাব গৃহীত হওয়ার জন্য অন্তত ২০ ভাগ সংসদ সদস্যের অনুমতি প্রয়োজন। ফলে অনাস্থা ভোটের প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য ৬৮ জন সদস্যের সম্মতি প্রয়োজন ছিল।
পাঞ্জাবে সরকার পতন
সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের সরকারের পতন হয়। এর ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতার ইনিংসে এক উইকেট পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। সোমবার পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী উসমান বুজদার পদত্যাগ করেন।