×

আন্তর্জাতিক

রুশ সেনা প্রতিহতে সেই হিটলারবাহিনী ঠেকানোর কৌশল ইউক্রেনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

রুশ সেনা প্রতিহতে সেই হিটলারবাহিনী ঠেকানোর কৌশল ইউক্রেনে

ইউক্রেনে বিভিন্ন রাস্তার পথ নির্দেশিকা পাল্টে ফেলা হয়েছে। লক্ষ্য রুশ সেনাদের বিভ্রান্ত করা। ছবি: সংগৃহীত।

   

রুশ সেনাদের বিভ্রান্ত করতে রাতারাতি পুরনো পথনির্দেশ ভেঙে বসানো হয়েছে নতুন নানা ‘দিগ্‌নির্দেশক’। শুধু কি তাই, মনোবলে চিড় ধরাতে পথের দুপাশে কোনো সাইনবোর্ডে লেখা ‘নরকের দ্বারে স্বাগত’। কোনওটায় বা ‘জাহান্নামে যাও’। হানাদার রুশ বাহিনীর উদ্দেশে কিভমুখী রাস্তায় দু’ধারে এমনই নানা ‘বার্তা’ লিখে রেখেছে ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্তালিনগ্রাদে (বর্তমান নাম ভলগোগ্রাদ) হিটলারের বাহিনীর সঙ্গে টানা পাঁচ মাস ধরে লড়াই চালিয়েছিল অবরুদ্ধ রুশ সেনা ও সাধারণ মানুষ। সেই যুদ্ধেই প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিল জার্মান নাৎসি বাহিনী। সে সময় জার্মান বাহিনীর মনোবল ভাঙতে এমন নানা বার্তা দেয়ালে লিখে রাখত রুশ সেনারা। স্তালিনগ্রাদের ধাঁচেই এবার শহরে শহরে রুশ বাহিনীকে প্রতিহতের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন পার্লামেন্টের সদস্য ভোলোদেমির আরিয়ভ বলেছিলেন, আমাদের দেশ ও জনগণ আত্মরক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত। ইউক্রেন সেনার পাশাপাশি সে দেশের সাধারণ মানুষও এরই মধ্যে যুদ্ধে অংশ নিতে শুরু করেছে। রাজধানী কিভের ঘরে ঘরে চলছে মলটোভ ককটেল বোমা বানানোর প্রস্তুতি।

এরই পাশাপাশি শক্রুসেনার মনোবল নষ্ট করতে নানা পদক্ষেপও চলছে। রাস্তার ধারের নয়া পথনির্দেশিকা’গুলির তারই উদাহরণ।

আরিয়ভ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বলেন, রুশ সেনাদের নরকের রাস্তায় ঠেলে দিতে যা যা করা প্রয়োজন, আমরা তা-ই করে চলেছি। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে যুবকদের নিয়ে প্রতিরোধ বাহিনী গড়েছে ইউক্রেন। তাদের হাতে অস্ত্রও তুলে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App