×

আন্তর্জাতিক

শেষযাত্রায় মুম্বাইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম

শেষযাত্রায় মুম্বাইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের শব বহন করে নেওয়া হচ্ছে শিবাজী পার্কে। ছবি: সংগৃহীত

শেষযাত্রায় মুম্বাইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকর
   

চিরঘুমে সুরের সম্রাজ্ঞী। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা ভারতে শোকের ছায়া। এরই মধ্যে শেষযাত্রার উদ্দেশে শিল্পীর মরদেহ পৌঁছেছে মুম্বাইয়ের শিবাজি পার্কে। সেখানে বাংলাদেশ সময় ৭টা নাগাদ শুরু হবে শিল্পীর শেষকৃত্য। পার্কে বাজছে ‘নাইটিংগেল অব ইন্ডিয়া’ লতা মঙ্গেশকরের দেশাত্মবোধক গান। অগণিত ভক্ত, অনুরাগীর ভিড়ে শিবাজি পার্ক এখন জনসমুদ্র। সেখানে উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। একে একে আসছেন বিশিষ্টরা। এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুরের সম্রাজ্ঞীর প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। কোটি কোটি গুণমুগ্ধের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ একের পর এক শীর্ষ ব্যক্তিত্ব লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস ও এএনআইয়ের।

প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিশিষ্টরা। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল ভারতের জাতীয় পতাকায়। হাতজোড় প্রণাম করে তাকে বিদায় জানান বোন আশা ভোঁসলে। এর আগে লুধিয়ানার সভায় লতাকে শ্রদ্ধার্ঘ জানান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

টুইট করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘ভারতরত্ন লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার সব স্মৃতি অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’

৯২ বছর বয়সে চিরঘুমে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ সাত দশকের সঙ্গীত জীবনে গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অতুলনীয় এই কৃতিত্ব স্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বাংলাতেও দুশোর বেশি গান গেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App