লাইবেরিয়ায় খ্রিস্টানদের ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ২৯

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১০:২৬ পিএম

লাইবেরিয়ায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে দুজন নিহতের ছবি নিয়ে স্বজনরা। ছবি : ভোরের কাগজ
লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য জানান। খবর এনডিটিভির।
বুধবার ভোরে অথবা বৃহস্পতিবার সকালে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, নিহতের সংখ্যা অস্থায়ী এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশের মুখপাত্র আরও বলেন, হাতে ছুরি থাকা একদল গ্যাংস্টার উন্মুক্ত স্থানে প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।
তিনি জানান, ছুরি বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
লাইবেরিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সমাবেশকে ক্রুসেড বলা হয়।
একজন প্রত্যক্ষদর্শী এমানুয়েল গ্রে (২৬) বলেন, তিনি অনেক চিৎকার শুনতে পান এবং অনেক মৃতদেহ দেখতে পান। বিবিসি আরও জানিয়েছে, নিহতদের মরদেহ রেডেম্পশন হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।