ইউক্রেনে আগ্রাসন চালালে ভয়াবহ পরিণতির মুখে পড়বে রাশিয়া: জি-৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১১:০৯ পিএম
জি-৭ বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রবিবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যের ইংল্যান্ড প্রদেশের লিভারপুল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লিজ ট্রুস বলেন, বিশ্বের মোট প্রবৃদ্ধির অর্ধেকের প্রতিনিধিত্ব করে জি-৭। তাদের সবার এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত আছে। বিষয়টি স্পষ্ট। সেটি হলো ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি।
ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে। এরমধ্যে দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনা সমাবেশ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, ইউক্রেনে বড় ধরনের সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, ২০২২ সালের শুরুতে সীমান্তে এক লাখ ৭৫ হাজার সেনার সমাবেশের পরিকল্পনা নিচ্ছে রাশিয়া। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তারা বলেছে, রাশিয়াভীতিতে আছে পশ্চিমারা।