ইউক্রেন আক্রমণ রাশিয়ার জন্য ভালো হবে না: যুক্তরাজ্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৩ পিএম

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রুস। ফাইল ছবি
ইউক্রেন আক্রমণ রাশিয়ার জন্য ভালো পরিণাম বয়ে আনবে না। যদি বলপূর্বক ইউক্রেন দখল করে তাহলে তাদের ‘কঠোর অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। শনিবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রুস রাশিয়াকে হুঁশিয়ার করে এ কথা বলেন। এরআগে মঙ্গলবারও রাশিয়াকে একই হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
লিস ট্রুস বলেন, পারস্পরিক ঐক্যের অংশ হিসেবে চলতি সপ্তাহে লিভারপুলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জি-৭ বৈঠকে অনুষ্ঠিত হবে। সেখানে স্পষ্ট করা হবে ইউক্রেনকে ঘিরে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধি ‘কৌশলগত ভুল’। খবর বিবিসির।
তিনি আরও বলেছেন, যুক্তরাজ্য এবং তার মিত্রদের রাশিয়াকে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত রাখতে হবে।
মস্কো কর্তৃপক্ষ ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ ঘটালে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো অনুমান করতে থাকে যে অতিসত্বর রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে। গত বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে এক বৈঠকে ইউক্রেন আক্রমণের পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ বৈঠকের পর বাইডেন ইউরোপের মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠক করেন। এতে যুক্তরাষ্ট্র থেকে সৈন্য ইউক্রেনে পাঠানো হবে না বলে জানান।
ট্রুস বলেন, ইউক্রেনকে সম্মান জানিয়ে জি-৭ নেতারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। রাশিয়া যদি ইউক্রেন দখল করতে যায়, তাহলে সেটি তাদের ‘কৌশলগত ভুল’। চলতি সপ্তাহে আমরা সমমনা মিত্ররা বসছি সেটা বলার জন্য। এরআগে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে লন্ডনে কথা বলেন।