সুইজারল্যান্ডে সমকামী বিয়ের অনুমোদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:৫৩ এএম

প্রতীকি ছবি
সমকামী নারী-পুরুষের বিয়ের অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ড। ২০২২ সালের ১ জুলাই থেকে দেশটিতে সমকামী দম্পতিরা আইনত বিয়ে করতে পারবেন। সুইজারল্যান্ড ফেডারেল কাউন্সিল আরও বলেছে, সরকার সুইজারল্যান্ডের বাইরে সমকামী দম্পতিদের বিয়ে ‘বেসামরিক অংশীদারত্ব’ হিসেবে বিবেচনার স্বীকৃতি দেবে। যারা ইতোমধ্যেই ‘সিভিল পার্টনারশিপে’ আছেন, তারা যদি পছন্দ করেন তবে তাদের একসঙ্গে থাকার অনুমতি দেয়া হবে বলেও জানা গেছে।
এর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপের সবগুলো সমকামী বিয়ের বৈধতা দিল। সেপ্টেম্বরে প্রায় দুই-তৃতীয়াংশ সুইস ভোটার সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর অ্যাসোসিয়েট প্রেস (এপি), নিউইয়র্ক পোস্ট, রয়টার্স ও দ্য হিন্দুর।
সুইজারল্যান্ডের নতুন আইন অনুযায়ী সমকামী দম্পতিরা দত্তক সন্তান নিতে পারবেন এবং লেসবিয়ান দম্পতিদের শুক্রাণু দেয়ার মাধ্যমে সন্তানধারণের অনুমতি দেয়। সেই একজন বিদেশি ‘স্ত্রীকে’ সুইস নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষমতা দেয়া হয় যখন সে সমলিঙ্গের সুইস বাসিন্দাকে বিয়ে করবে।