জলবায়ু সম্মেলনে কথার ফুলঝুরি নয়, চাই বাস্তবায়ন: গ্রেটা থানবার্গ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:১৫ পিএম
কপ-২৬ এর দ্বিতীয় দিনেও গ্লাসগো শহরে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত আছে। সোমবার (২ নভেম্বর) সম্মেলনস্থলের সামনে এক বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী ও পরিবেশকর্মী অংশ নেয়। গ্লাসগো ছাড়াও স্কটল্যান্ডের অন্য শহরগুলোতেও এ আন্দোলন অব্যাহত আছে।
গত রবিবার কপ-২৬ সম্মেলন শুরু হয়। প্রতি বছরের মতো এবারেও বিশ্বনেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে গ্লাসগোতে বিক্ষোভ করছেন হাজার হাজার পরিবেশকর্মী। খবর স্কাই নিউজের।
পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বলেন, জলবায়ু সম্মেলনে আমরা আর কথার ফুলঝুরি নয়। এবার বাস্তবায়ন দেখতে চাই। কোনো ব্যাখ্যা কিংবা প্রতিশ্রুতি শুনতে আমরা রাজি নই। কেননা আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।