×

ভারত

বোমা মেরে তাজমহল উড়ানোর হুমকি, থমথমে আগ্রা, নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

বোমা মেরে তাজমহল উড়ানোর হুমকি, থমথমে আগ্রা, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

   

বিশ্বের সাতটি আশ্চর্যের অন্যতম তাজমহল নিয়ে হঠাৎ বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্মৃতিসৌধে গতকাল রাতে একটি বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। উক্ত হুমকি সম্বলিত ই-মেইলটি উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইল ঠিকানায় পাঠানো হয়েছিল।

ই-মেইল পাওয়ার পরপরই তাজমহল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুরের মাধ্যমে তাজমহলের আশপাশে বোমা খোঁজা হয়, তবে পরে নিশ্চিত করা হয় যে, কোন বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

উত্তরপ্রদেশ পুলিশ জানায়, হুমকিটি শুধুমাত্র আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে তারা ধারণা করছে। আগ্রা পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, “হুমকি ই-মেইল পাওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। পর্যটকদের নিরাপদ স্থানে সরানো হয় এবং বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।”

উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জানিয়েছেন, ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি পুলিশকে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, তাজমহল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় ৭০ লাখ দেশি-বিদেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপত্য দেখতে আগ্রা আসে। ১৬৪৩ সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ নির্মাণ করেন।

এ ঘটনায় পুলিশ আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App