তাজমহল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি, আতঙ্কে উত্তাল আগ্রা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত তাজমহল, যা বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম, আজ হঠাৎ বোমাতঙ্কের কবলে পড়ে। এই ঐতিহাসিক স্থানটি ঘিরে অস্থিরতা সৃষ্টি হয় যখন উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ই-মেইলটি পাওয়ার পরপরই তাজমহল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বম্ব স্কোয়াডও তাজমহলে উপস্থিত হয়। ওই সময়ে, তাজমহল এলাকায় থাকা সমস্ত পর্যটককে নিরাপদ স্থানগুলোতে সরিয়ে নেওয়া হয় এবং পুলিশের কুকুরের সাহায্যে তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, সেখানে কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, "এই হুমকি শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, এবং তাজমহল বা আশেপাশের এলাকায় কোনো ধরনের বিপদসংকেত পাওয়া যায়নি।" তিনি আরও বলেন, "তবে, আমরা পুরোপুরি সতর্ক অবস্থানে ছিলাম এবং এক মুহূর্তের জন্যও নিরাপত্তা নিয়ে কোনো আপস করিনি।"
উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জানিয়েছেন, হুমকিসংবলিত ই-মেইলটি পাওয়ার সঙ্গে সঙ্গে তা আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল, এবং পুলিশ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রসঙ্গত, তাজমহল ভারতের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি, যা প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের আগমনে মুখরিত থাকে। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক তাজমহল দেখতে আগ্রায় আসেন।
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাজমহলের সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি ভারতের অন্যতম প্রধান পর্যটনস্থল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।