এবার করিমগঞ্জের নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখছে বিজেপি!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ছবি : সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনো আভিধানিক অর্থ নেই। তাই তারা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
শিগগিরই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। যদিও বিরোধীদের মতে, মুসলিম 'করিম' নামে আপত্তি বিজেপির। তাই তারা ঢাল করছে রবীন্দ্রনাথকে।
১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান রবীন্দ্রনাথ। গবেষকেরা অনেকে মনে করেন, শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, 'মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।'
অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। হিমন্তের যুক্তি, করিমগঞ্জ নামের কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস, অভিধান, রবীন্দ্র-স্মৃতি, সবই জড়িয়ে রয়েছে।
আরো পড়ুন : বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি