×

ভারত

নারী নির্যাতন রোধ আইন সক্রিয় করার আহবান মোদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম

নারী নির্যাতন রোধ আইন সক্রিয় করার আহবান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

   

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা ভারত যখন তোলপাড়, তখন নারীদের নিরাপত্তা প্রসঙ্গে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নারীদের সুরক্ষার জন্য দেশে অনেক কঠোর আইন করা হয়েছে। তবে নারী নির্যাতন আটকাতে সেই আইনগুলোকে আরো সক্রিয় করা প্রয়োজন। 

শনিবার (৩১ আগস্ট) দিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্য বিচারপতিরা।

ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী,  প্রধানমন্ত্রী মোদি বলেন, নারী নির্যাতন, শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলো এখন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়েছে। সেই আইনগুলোকে আরো সক্রিয় করে তোলা প্রয়োজন। নারীদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত নেয়া যাবে, নিরাপত্তার ক্ষেত্রে তত বেশি নিশ্চয়তা পাওয়া যাবে বলে মন্তব্য করেন মোদি।

আরো পড়ুন : মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর

দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশে গত ১০ বছরে বিজেপি সরকার কী কী করেছে, তার খতিয়ান দিয়ে মোদি বলেন,  গত এক দশকে বিচারব্যবস্থার বিলম্ব দূর করতে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। বিচারব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ১০ বছরে আট হাজার কোটি টাকা খরচ করেছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলছে বিক্ষোভ ও আন্দোলন। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই।

এই পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে দু’বার চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২২ অগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটি লিখেছিলেন মমতা। শুক্রবার আট দিনের ব্যবধানে দ্বিতীয় চিঠিটি লিখেছেন তিনি। ঘটনার পর তিন সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ঘটনার পরের দিনই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App