×

ভারত

এমপি আনার হত্যা

জিহাদ ও সিয়ামকে আরো ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:১৩ পিএম

জিহাদ ও সিয়ামকে আরো ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ

সাবেক এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদারকে শুক্রবার ভারতের একটি আদালতে তোলা হয়।

   

বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অভিযুক্ত জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনকে আরো ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমা আদালতের বিচারক এ নির্দেশ দেন।

জিহাদ হাওলাদারকে আদালতে হাজির করা হলেও শারীরিক অসুস্থতার কারণে সিয়াম হোসেনকে আদালতে তুলতে পারেনি সিআইডি। আদালত থেকে এদিন সিআইডির দেয়া চার্জশিটের কপির অনুলিপি গ্রহণ করেন জিহাদ। এর আগে চলতি মাসের ১৬ তারিখ ২৬৩ পৃষ্টার চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারি সংস্থা সিআইডি। সিআইডি এই চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ১০১ জনকে সাক্ষী রেখেছে।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, গত ১২ মে গেদে সীমান্ত দিয়ে কলকাতার অদূরে বরাহনগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে বেড়াতে যান ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ আনার। কিন্তু পরদিন ১৩ মে তিনি নিখোঁজ হন। ১৮ মে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। ২২ মে দুপুরে নিউ টাউটের একটি আবাসনে দাঁড়িয়ে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে দাবি করে কলকাতার সিআইডি। এরপর ওই আবাসনের সেপ্টিক ট্যাংক থেকে উদ্ধার হয় কিছু মাংসপিণ্ড। 

এছাড়াও বাগজোলা খাল থেকেও সন্দেহভাজন কিছু মাংস ও দেহাংশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আর ডিএনএ পরীক্ষার জন্য আনারের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হয়। যদিও এখনও পর্যন্ত সাবেক এমপি পরিবারের কোনো সদস্য কলকাতায় যাননি। তাই ডিএনএ পরীক্ষাও সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App