শেষযাত্রার পথে বুদ্ধদেব, বিধানসভায় মরদেহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম

বিধানসভায় বুদ্ধদেবের মরদেহ। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা আজ। বিধানসভা থেকে মুজফফর আহমেদ ভবন, দীনেশ মজুমদার ভবন হয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজে দেহদান প্রক্রিয়া করা হবে। কোথায় কখন নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। দেখে নিন যাত্রাপথ।
বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল দশটার দিকে সেখান থেকে বিধানসভায় নেয়া হয় মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বিধানসভার সদস্যরা সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। বিধানসভা থেকে দুপুর ১২টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবনে। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ৩.১৫ মিনিট পর্যন্ত দেহ শায়িত থাকবে।
এরপর মুজফফর আহমেদ ভবন থেকে দীনেশ মজুমদার ভবন নিয়ে যাওয়া হবে। দীনেশ মজুমদার ভবনে বেলা ৩.৩০ থেকে ৩.৪৫ মিনিট পর্যন্ত দেহ শায়িত থাকবে। ৩.৪৫ মিনিট নাগাদ দীনেশ মজুমদার ভবন থেকে দেহ দানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষযাত্রা। সেখানে দেহদান প্রক্রিয়া রয়েছে বিকাল ৪টায়।
উল্লেখ্য, সিপিএম নেতৃত্ব যে শেষযাত্রার সূচি নির্ধারিত করেছিলেন, তাতে প্রথমে বিধানসভার উল্লেখ ছিল না। পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাম অ্যাভিনিউয়ে গিয়েছিলেন। বিধানসভায় যাতে মরদেহ রাখা হয় সে ব্যাপারে অনুরোধ করা হয়। এরপর বিধানসভায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় বুদ্ধদেবের দেহ।
আরো পড়ুন : যে কারণে বাংলাদেশে হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত