জেনিফার গার্নারের ভয়াবহ অভিজ্ঞতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জেনিফার গার্নার
সিনেমার প্রচারে গিয়ে লিফটে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে মার্কিন অভিনেত্রী জেনিফার গার্নারের। সান দিয়েগোর একটি হোটেলে আটকা পড়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই, শনিবার। হার্ড রক হোটেলের লিফটে আটকে পড়েছিলেন ৫২ বছর বয়সি অভিনেত্রী।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবিতে তার চরিত্র ইলেকট্রার প্রচারে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন সে কথা। লিফটে আটকে পড়ার ভিডিওগুলোর একটি সিরিজ শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, তার সঙ্গে আরো কয়েকজন লিফটে আটকা পড়েছিলেন।
প্রায় এক ঘণ্টা ১২ মিনিট পরে হোটেল কর্তৃপক্ষ তাদের উদ্ধার করতে আসে। একটি ভিডিওতে তাকে আটকে পড়া অন্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে তাকে বসে থাকতে দেখা যায়। তিনি সেখানে বলেন, লিফটে আটকে গেলে বসে থাকাই ভালো বলে মনে করেন তিনি।
হলিউডের আলোচিত সিনেমা ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মুক্তির পরপরই বেশ সাড়া ফেলেছে। এখন পর্যন্ত যারা সিনেমাটি দেখেছেন সবাই এর প্রশংসা করেছেন। এটি ২৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।