সহযোগী অধ্যাপক পদে ১১৮ চিকিৎসকের পদোন্নতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

সহযোগী অধ্যাপক পদে ১১৮ চিকিৎসকের পদোন্নতি। ছবি: সংগৃহীত
সারাদেশে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আরো ১১৮ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে (per1@hsd.gov.bd) প্রেরণ করতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।
আরো পড়ুন: হাসপাতালে ফরহাদ মজহার
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন— অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের নয়জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের আটজন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আটজন, প্রস্থোডান্টিক্স বিভাগের ছয়জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ছয়জন, ডেন্টিস্ট্রি বিভাগের পাঁচজন, অর্থোডন্টিক্স বিভাগের পাঁচজন, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের পাঁচজন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পাঁচজন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের চারজন, থোরাসিক সার্জারি বিভাগের চারজন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের তিনজন, পেডিয়াট্রিক বিভাগের দুইজন ও অফথালমোলজি বিভাগের দুজন। এছাড়া গাইনি অনকোলজি বিভাগের একজন, চর্ম ও যৌন বিভাগের একজন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের একজন, প্যাথলজি বিভাগের একজন, বায়োকেমিস্ট্রি বিভাগের একজন, ভাইরোলজি বিভাগের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের একজন, রেডিওথেরাপি বিভাগের একজন ও সাইকিয়াট্রি বিভাগের একজন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৯০ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে। প্রচলিতভাবে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক এ পদোন্নতি দেয়া হয়েছে।