×

স্বাস্থ্য

ভেঙে পড়েছে স্বাস্থ্য প্রশাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেঙে পড়েছে স্বাস্থ্য প্রশাসন

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগের পরই ভেঙে পড়ে দেশের প্রশাসনিক ব্যবস্থা। অফিস-আদালত খুলে দেয়া হলেও কার্যত অকার্যকর হয়ে রয়েছে সবকিছুই। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং পদত্যাগের ভিড়িক পড়ে গেছে। সরকার পতনের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে দেশের হাসপাতালগুলো প্রায় চিকিৎসক-কর্মকর্তা শূন্য হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিভাগের লাইন ডিরেক্টর, পরিচালকসহ বেশির ভাগ কর্মকর্তা অফিস করছেন না বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও চিকিৎসক ভোরের কাগজকে জানান, একটা প্রেক্ষাপট বদলে গেলে অনেক কিছুই বদলে যায়। সব জায়গায় হামলা হচ্ছে, চিকিৎসকরাও নিরাপদ নয়।

ফেসবুকে ছবি পোস্ট করে অনেককেই দেয়া হচ্ছে হুমকি। নিরাপত্তাহীনতা থেকেই অনেকে কর্মস্থলে যাচ্ছেন না। এমন কি বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকে প্রাইভেট চেম্বারও করছেন না।

তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে স্বাস্থ্য প্রশাসনেও স্বস্তি ফিরবে। তখন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।

আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের তথ্য অনুযায়ী, সারাদেশে তাদের সদস্য আছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি। তারা সবাই চিকিৎসক। তাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তাহীনতার কারণে তারা এখন কেউ হাসপাতালে যাচ্ছেন না।

শুধু স্বাস্থ্য অধিদপ্তরেই নয়, রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, জাতীয় কিডনি হাসপাতালসহ বেশ কিছু সরকারি হাসপাতালে আওয়ামী লীগের পদধারী ও সমর্থিত চিকিৎসকরা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও কর্মস্থলে অনুপস্থিত আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App