স্বরাষ্ট্র উপদেষ্টা
পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

এ বিষয়ে পুলিশ কমিশন কাজ করছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ( ৬ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এক সময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশনটাই উঠায় দিবো। শুধু আমরা কার্ডের (জাতীয় পরিচয়পত্র) ওপরেই দিবো, যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়...কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন, এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না।
তাহলে কি পুলিশ ভেরিফিকেশন থাকছে?- প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন থাকছে, কি থাকছে না, এ ব্যাপারে আমি এখনই বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ফেরিফিকেশন উঠায় দিবো।
এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ৩১শে জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
কমিশন প্রধান বলেন, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করা হবে। পাসপোর্ট পাওয়া নাগরিক হিসেবে অধিকার। এটার জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে। ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।
তিনি বলেন, আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেয়া হবে। তবে এখনো তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না।
আরো পড়ুন : পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন