অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন আসিফের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন, ২৮ ডিসেম্বর তার ফেসবুক পেইজে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন। গায়ক সরকারের প্রতি তার একাধিক প্রশ্ন তুলে ধরেছেন এবং দাবি করেছেন, এখন সময়ের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা। আসিফ আকবর জানিয়ে দিয়েছেন, একশো দিন সময় দেওয়ার পর তার সৌজন্যতা শেষ হয়ে গেছে এবং তিনি সরকারের কাজের খুঁটিনাটি নিয়ে আলোচনা করবেন।
আসিফ আকবরের পাঁচটি প্রশ্ন
১. কুমিল্লায় বিপিএল ক্রিকেটে দল না থাকা: আসিফ আকবর প্রশ্ন তুলেছেন, কুমিল্লা কেন এবারের বিপিএলে অংশগ্রহণ করছে না? কুমিল্লার দুই প্রভাবশালী সরকারি সদস্য—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ—দুজনেই কুমিল্লার সন্তান, তাই এই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি। "কুমিল্লা কেন বিপিএল দল হারালো, এটা তো এখনই জানা দরকার," লিখেছেন তিনি।
২. কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: আসিফ আরও জানিয়েছেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি কেন এখনো গঠন করা হয়নি এবং কবে মূল কমিটি গঠন হবে? তিনি প্রশ্ন করেছেন, "কীভাবে খেলাধুলার ক্যালেন্ডার তৈরি হবে, যদি কুমিল্লার খেলাধুলা বন্ধ থাকে?"
৩. ঢাকার ফুটবল দলকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ: গায়ক এখানেও তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ঢাকার ফুটবল দলকে কুমিল্লা স্টেডিয়াম কেন বরাদ্দ দেওয়া হলো? "কুমিল্লার খেলোয়াড়দের মাঠে সুযোগ না দিয়ে ঢাকার দল খেলবে, এটা কী ধরনের সিদ্ধান্ত?" এমন প্রশ্ন ছুড়েছেন তিনি।
৪. কুমিল্লা বিভাগ বাস্তবায়ন: আসিফ আকবর সরকারের কাছে জানতে চেয়েছেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে কোন বাধা রয়েছে? "কুমিল্লাবাসী কবে পাবেন তাদের কাঙ্ক্ষিত বিভাগ?" এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন তিনি।
৫. কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু: আসিফ শেষ প্রশ্নে বলেছেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া—এই অঞ্চলের মানুষ বিদেশে বেশি রয়েছেন। কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই উঠেছে, তবে সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন তিনি।
কুমিল্লার প্রতি আসিফের নজর
গায়ক আসিফ আকবর তার ফেসবুক পোস্টে আরও বলেছেন, স্বাধীনতার পর কুমিল্লাবাসী বেশ কিছু নেতা-মন্ত্রী পেয়েছে, কিন্তু মুলত কোনো বড় উন্নয়ন হয়নি, শুধুমাত্র মেডিকেল কলেজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে এসব জরুরি প্রশ্নের উত্তর চাইছেন এবং আশা করছেন যে সরকারের কাছে স্পষ্ট জবাব পাওয়া যাবে।
এছাড়া, আসিফের দাবি, সরকারকে এখন সময়ের দাবি অনুযায়ী তাদের কাজের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করতে হবে।