বাতিল হলো পাকিস্তানিদের ভিসা সহজীকরণ আদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকের ভিসা সহজীকরণ আদেশ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো। ফলে বর্ণিত নাগরিকদের ভিসার আবেদন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারে।
আরো পড়ুন : বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু যেদিন