ডিসেম্বরেই পদোন্নতি পাচ্ছেন ২৫ ক্যাডারের উপসচিবরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

যাদের এসিআর এবং ডিপি রয়েছে তারা পদোন্নতি পাবেন না। ছবি : সংগৃহীত
চলতি ডিসেম্বর মাসেই প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আলাপকালে এ তথ্য জানান এই অতিরিক্ত সচিব।
ওবায়দুর রহমান বলেন, প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন।’ আমরা ওইটা নিয়েই কাজ করছি। দুই-এক দিনের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব।
এপিডি বলেন, যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না। ১৯৪ জনের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাদের আমরা পদোন্নতি দেব। চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।
আরো পড়ুন : পুলিশের ৪১ কর্মকর্তাকে বদলি, জানা গেল নাম