সংখ্যালঘু নির্যাতন, কূটনীতিকদের উদ্দেশে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
সংখ্যালঘু নির্যাতন একটি ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু ভারতীয় সংবাদমাধ্যমের বক্তব্যকে ‘অপপ্রচার’ অভিহিত করে বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে এক কূটনৈতিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিডিয়ার একটি অংশ, বিশেষ করে ভারতের গণমাধ্যম এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
ঢাকায় বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা কূটনীতিকদের আশ্বস্ত করেছি যে বাংলাদেশ এমন একটি সমাজব্যবস্থা, যেখানে সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
উপদেষ্টা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করেন। তবে জোর দিয়ে বলেন, এ ধরনের ঘটনাগুলো সামাজিক আদর্শের প্রতিফলন নয়।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্র, চীন, সৌদি ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা