আন্দোলন ঘিরে মিথ্যা মামলা, যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।
সোমবার (২ ডিসেম্বর) রংপুরে এক সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার সময় এই মন্তব্য করেন উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পাশ্বর্বর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।
বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে’ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরো পড়ুন : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত