নতুন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করা হবে। ছবি : সংগৃহীত
নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সকল সংস্থা/কোম্পানির নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগে পাঠাতে হবে।
এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশনায় সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করা হবে।
নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।