প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের ব্রিফিং স্থগিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

সচিবালয়ে নিয়োগ বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত
সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর ) এ ব্রিফিং হওয়ার কথা ছিল।
একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকলকে পদায়নকৃত কর্মস্থলের উদ্দেশে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন।