শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ছাড়া অন্য কিছু নেই: বিপ্লব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:৪৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। ছবি : ভোরের কাগজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ছাড়া অন্য কোনো কিছু জড়িত নেই। বুধবার (৩১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে শিক্ষার্থীদের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঠেকাতে নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে এ কথা বলেন তিনি।
বিপ্লব কুমার বলেন, আমাদের বিরোধ তাদের সাথে, যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। যারা অগ্নি সন্ত্রাস করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। এই অত্র এলাকায় যেন কেউ আইনশৃঙ্খলা নষ্ট করতে না পারে, এমনকি সাধারণ শিক্ষার্থীদেরও যেন কেউ ক্ষতি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দেখছি কোর্ট এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় আছে।
এদিকে, এদিন বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে তাদের কর্মসূচি শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসে। এসময় আদালতে পুলিশ ও বিজিবি মোতায়েন থাকতে দেখা যায়। তবে আইনজীবীদের আদালত প্রাঙ্গণে বাধা দিতে দেখা যায়নি।
মঙ্গলবার সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত প্রাঙ্গনে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।
এ কর্মসূচি পালনে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে অনুরোধ করা হয়।
আরো পড়ুন : 'মার্চ ফর জাস্টিস' ঠেকাতে আদালতে কয়েক স্তরের নিরাপত্তা