দেশে প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ৫৫ কিলোমিটার দৈর্ঘের ঢাকা থেকে খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুটে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পগুলো হলো- চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ৬-লেন বিশিষ্ট ৮ কিলোমিটার তৃতীয় কর্ণফুলী (শাহ আমানত সেতু) এপ্রোচ সড়ক এবং খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু ও ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ি-মাওয়া-পাঁচ্চর-ভাংগা এক্সেসকন্ট্রোলড এক্সপ্রেসওয়ে (ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ) ৪-লেনে উন্নয়নের নিমিত্ত সমাপ্তকৃত নির্মাণ।
প্রধানমন্ত্রী বলেন, উদ্বোধন করা প্রকল্পগুলো মুজিববর্ষের উপহার বলে জানান সরকারপ্রধান। এই পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আমি সেটা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। কানাডার কোর্টে প্রমাণ হয়, সেখানে কোনো দুর্নীতি হয়নি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ খান বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।