×

ফুটবল

ফুটবলার ইয়ামালের বাবাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৩১ এএম

ফুটবলার ইয়ামালের বাবাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ৪

স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল।

   

রাস্তায় পোষ্য কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েকজন দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতের আহত হয়েছিলেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই। সেই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মুনির জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। তবে এখন বিপদ থেকে মুক্ত।

কাতালান পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বুধবার রাতেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাতারো থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইয়ামালের বাবার সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি, যারা প্রত্যক্ষদর্শী তাদেরও বয়ান নেয়া হবে।

আরো পড়ুন : ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

ইনস্টাগ্রামে একটি পোস্টে মুনির লিখেছেন, ‘পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার শরীর ভালো আছে।’ পরে স্পেনের একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিজেকে দেখতে পেয়েছিলাম। নিজেকে শান্ত রাখার কারণেই সুস্থ হতে পেরেছি। আশা করি সঠিক বিচার পাব। প্রচণ্ড ভয় পেয়েছি এই ঘটনায়।’

নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। এরপর তারাই ফিরে এসে তাকে আক্রমণ করে ছুরি মারেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছে।

এ মুহূর্তে মাতারো শহরের কান রুতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নাসারাউই। গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App