এবার টিউলিপের চাচি ও চাচাতো বোনকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে চাঞ্চল্যকর প্রতিবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত
শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক মাল্টার নাগরিকত্ব পেতে দুটি বার আবেদন করলেও শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগের কারণে শাহীন সিদ্দিকের আবেদনটি বাতিল করেছে মাল্টার অভিবাসন সংস্থা।
শাহীন সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের চাচি, ২০১৩ ও ২০১৫ সালে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। প্রথম আবেদনটি সরাসরি বাতিল হয়ে যায়, কারণ তার প্রতিষ্ঠান ‘প্রচ্ছায়া’র বিরুদ্ধে গণমাধ্যমে দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। 'প্রচ্ছায়া' নামের প্রতিষ্ঠানটি ঢাকায় গুরুত্বপূর্ণ জমি দখলের অভিযোগে ঘিরে আলোচিত ছিল। এছাড়া, মাল্টার নাগরিকত্ব প্রদানকারী সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সও বিষয়টি নিশ্চিত করেছিল যে, শাহীন সিদ্দিকের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ‘প্রচ্ছায়া’ ঢাকায় অবৈধভাবে জমি দখল করেছে।
২০১৫ সালের আবেদনেও শাহীন সিদ্দিক ‘প্রচ্ছায়া’র নাম উল্লেখ না করেই নিজেকে ‘দ্য আর্ট প্রেস প্রাইভেট লিমিটেড’ এর মালিক হিসেবে পরিচয় দেন। কিন্তু মাল্টার কর্তৃপক্ষ তার আর্থিক উৎস ও অন্যান্য তথ্য নিয়ে তদন্ত শুরু করলে শেষ পর্যন্ত ওই আবেদনও বাতিল হয়ে যায়।
এছাড়া, ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহীন সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্টে ২০১৫ সালের আবেদন পত্র জমা দেওয়ার মাত্র দুই মাস আগে ২৭ লাখ ৬০ হাজার ডলার জমা হয়েছিল, তবে তার উৎস সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বাংলাদেশি মুদ্রা বিধির আওতায় বছরে ১২ হাজার ডলারের বেশি বিদেশে স্থানান্তরের নিয়ম লঙ্ঘিত হয়।
শাহীন সিদ্দিকের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে তিনি তার স্বামী তারেক সিদ্দিকের ক্ষমতার অপব্যবহার করে ঢাকা শহরের দামী জমি দখল ও বিক্রি করেছেন। গণমাধ্যমে এসব ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নথি অনুসারে, ২০১৩ সালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর শাহীন সিদ্দিক ২০১৫ সালে পুনরায় নাগরিকত্বের আবেদন করেছিলেন, কিন্তু এই আবেদনও শেষ পর্যন্ত বাতিল করা হয়। ২০১৫ সালের দ্বিতীয় আবেদন দাখিলের পর, এক প্রতিবেদনে মাল্টার গেজেটে শাহীন সিদ্দিক ও তার মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্ব পেতে ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করা হয়।
শাহীন সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকও লন্ডনে পড়াশোনা শেষ করে জেপি মরগানে চাকরি নিয়েছিলেন, কিন্তু পরে তিনি ফ্যাশন, লাইফস্টাইল এবং ট্রাভেল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ শুরু করেন।
এদিকে, শাহীন সিদ্দিকের প্রথম আবেদন বাতিল হওয়ার পর, প্রতিষ্ঠান ‘প্রচ্ছায়া’ ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আরো তদন্তের কাজ অব্যাহত রয়েছে।