×

ইউরোপ

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সার্বিয়া: যোগ দিল কৃষক, শ্রমিক, শিক্ষকরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সার্বিয়া: যোগ দিল কৃষক, শ্রমিক, শিক্ষকরাও

ছবি : সংগৃহীত

   

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রবিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। তবে কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও তাদের সঙ্গে যোগ দেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে এই বিক্ষোভে অংশ নেন।

সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হলেও, রবিবার জমায়েত ছিল ঐতিহাসিক। সরকারের হিসাব অনুযায়ী, ওই দিন অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন দাবির মধ্যে সরকারের দুর্নীতি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টি তীব্রভাবে তুলে ধরেন।

এছাড়া, গত সপ্তাহে উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ে, এতে ১৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি নিয়ে অভিযোগ ওঠে, এটি দুর্নীতির কারণে ঘটেছে। এই ঘটনার পর থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র হতে থাকে।

এই চাপের মুখে সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সরকার ১৩ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন মন্ত্রীও ছিলেন।

বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App