বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮। ছবি: সংগৃহীত
সম্প্রতি ইউরোপে বয়ে যাওয়া ঝড় ‘বরিস’ এর প্রভাবে পূর্ব এবং মধ্য ইউরোপের ৭টি দেশ (রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড ও জার্মানি) ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এই বন্যায় অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে মধ্য ও পূর্ব ইউরোপে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডে এক ব্যক্তির ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রিয়ায় উদ্ধার কাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। রোমানিয়ায় মারা গেছেন ৬ জন।
আরো পড়ুন: বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে ৩০০ বন্দি
‘বরিস’ ঝড়ের কারণে মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে টানা ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে চেক প্রজাতন্ত্রের পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমন ঘটনা প্রতি ৫০ বছরে ১ বার ঘটে। এ বন্যায় হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।
চেক প্রজাতন্ত্রের জ্বালানী কোম্পানি সিইজেড বলেছে, দেশটির উত্তরাঞ্চলের অন্তত ৫১ হাজার বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চলমান বন্যার কারণে তার আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, বন্যা দুর্গতদের জন্য এক বিলিয়নের বেশি ইউরো বরাদ্দ করা হবে।