অপেক্ষা শেষের পথে, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘হামি ২’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১১:০০ পিএম

‘হামি’ সিনেমার পোস্টার

গত বছরের মার্চ মাসে ‘হামি-২’ সিনেমার শুটিং শুরুর কথা ছিলো। করোনা মহামারি সব উল্টেপাল্টে দিয়েছে। ধীরে ধীরে করোনা কমতে থাকায় অবশেষে সিনেমাটি পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুটিং শুরু হবে। খবর আনন্দবাজার পত্রিকার।
দুজন শিশুর বন্ধুত্বের গল্পকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘হামি’ দর্শকের মন ছুঁয়ে যায়। ২০১৮ সালে আশাতীত সাফল্যের পর থেকেই এর দ্বিতীয় অংশ নির্মাণের বিষয়টি ভাবনায় ছিলো।
নতুন কী থাকছে?
‘হামি-২’ এর পুরোটুকু জুড়ে রয়েছে চমক। এমনই দাবি করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তার কথায় ‘হামি’র অভিনেতারা সবাই থাকবেন। এ ছাড়া থাকছে একঝাঁক নতুন মুখও। গল্প, চরিত্র, চেহারা, সাজ- সবকিছুতে আছে বড় ধরনের চমক।
এর বেশি কিছু প্রকাশ করতে চাননি এই পরিচালক। শুধু এতটুকু বলেছেন, প্রকাশ হলে দেখা যাবে।
গানেও চমক থাকছে?
‘হামি’ সিনেমার গান ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিলো। ইউটিউবে এক সময় শ্রেয়ন ভট্টাচার্যের ভিডিওর দর্শকসংখ্যা এক কোটি ২০ লাখ পার হয়ে গেছিল। শিবপ্রসাদের বয়ানে জানা গেছে, ‘হামি-২’ সিনেমায় একঝাঁক নতুন শিল্পীকে আনা হচ্ছে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ে সঙ্গীত পরিচালনায় ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে তিনটি গান।